Casaos হলো ওপেন সোর্স এবং ফ্রী ক্লাউড ম্যানেজমেন্ট সফটওয়্যার । এটির মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত হোম এবং মিডিয়া সার্ভার তৈরি করতে পারবেন। casaos এমনকি আপনি আপনার পুরাতন থেকে পুরাতন কম্পিউটার এবং casaos raspberry pi এতেও ইন্সটল করতে পারবেন।

লাইট ওয়েট হওয়ায় বেশি রিসোর্স দরকার পড়ে না, এর জন্য আপনার 1gb ram এ যথেষ্ট, কিন্তু এটি ঠিক ভাবে পরিচালনা করার জন্য অবশ্যই মিনিমাম ২ জিবি রেম এর রিকমেন্ডেড থাকবে ।

Casa os এর সাহায্যে আপনি চাইলে আপনার বাসায় মুভি সার্ভার এবং গেমিং সার্ভার তৈরি করতে পারবেন , আজকের এই আর্টিকেলে আমরা শিখাবো কিভাবে casaos Ubuntu, debian 11 এ ইন্সটল দিবেন । সব অপারেটিং সিস্টেমে ইনস্টলেশন প্রসেস একই রকম। তো চলুন আজকের আর্টিকেলটি শুরু করা যাক ।

What is Casaos Docker

casaos docker ব্যবহার করে আপনি ডকার ফিচার ব্যবহার করতে পারবেন। docker এর মাধ্যমে সকল সফটওয়্যার run করতে পারবেন কোন সমস্যা ছাড়া। এটা আপনার docker সফটওয়্যার ম্যানেজমেন্ট হিসেবে কাজ করবে। যার সাহায্য একটি প্যানেল থেকে সকল docker কন্টেইনার বন্ধ, চালু এবং ম্যানেজ করতে পারবেন।

How to install CasaOS

Casa os install করতে গেলে অবশ্যই আপনাকে কিছু রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে। নিচে এর কিছু লিমিটেশন এবং সাপোর্টেড ডিভাইস এর নাম উল্লেখ করা হলো:

System Compatibility

Official Support

Debian 11 (✅ Tested, Recommended)

Ubuntu Server 20.04 (✅ Tested)

Raspberry Pi OS (✅ Tested)

Community Support

Elementary 6.1 (✅ Tested)

Armbian 22.04 (✅ Tested)

Alpine (🚧 Not Fully Tested Yet)

OpenWrt (🚧 Not Fully Tested Yet)

যদি ওপরের রিকোয়ারমেন্ট ফুল ফিল হয় তাহলে casaos ইনস্টল করতে পারবেন কোন সমস্যা ছাড়াই। তো চলুন কিভাবে ইন্সটল করতে হবে সেটি বলে দিন।

প্রথমে আপনাকে অবশ্যই আপনার কম্পিউটার টার্মিনাল ওপেন করতে হবে এবং যদি আপনি সার্ভার ভাষণ ব্যবহার করে থাকেন তাহলে ssh দিয়ে কানেক্ট করে নিতে হবে। সার্ভারের সাথে কানেকশন কমপ্লিট হলে

sudo apt update && sudo apt upgrade

কমান্ড ব্যবহার করে package আপডেট করে নিতে হবে। যাতে কোন সফটওয়্যার আউটডেটেড না হয়ে যায়।

আপডেট সম্পন্ন হয়ে গেলে নিচের কমেন্টটি টাইপ করতে হবেঃ

curl -fsSL https://get.casaos.io | sudo bash

এই কমেন্টটি টাইপ করলে অটোমেটিক casaOS ইনস্টল নেওয়া শুরু হয়ে যাবে। যদি CasaOS ইনস্টল শুরু হয় তাহলে, এইরকম আউটপুট দেখতে পাবেনঃ

   _____                 ____   _____
  / ____|               / __ \ / ____|
 | |     __ _ ___  __ _| |  | | (___
 | |    / _` / __|/ _` | |  | |\___ \
 | |___| (_| \__ \ (_| | |__| |____) |
  \_____\__,_|___/\__,_|\____/|_____/

   --- Made by IceWhale with YOU ---

[  OK  ] Your hardware architecture is : x86_64
[  OK  ] Your System is : Linux
[  OK  ] Your Linux Distribution is : ubuntu
[  OK  ] Memory capacity check passed.
[  OK  ] Disk capacity check passed.
[ INFO ] Updating package manager...
[  OK  ] Update package manager complete.
[ INFO ] Install the necessary dependencies: smartmontools

কিছুক্ষণ ওয়েট করুন। যদি সঠিকভাবে ইনস্টল সম্পূর্ণ হয়ে যায় তাহলে, নিচের স্ক্রিনশটের মত আউটপুট দেখতে পাবেন:

 ─────────────────────────────────────────────────────
 CasaOS v0.4.4.3 is running at:
 ─────────────────────────────────────────────────────
 - http://192.53.117.99 (eth0)
 Open your browser and visit the above address.
 ─────────────────────────────────────────────────────

 CasaOS Project  : https://github.com/IceWhaleTech/CasaOS
 CasaOS Team     : https://github.com/IceWhaleTech/CasaOS#maintainers
 CasaOS Discord  : https://discord.gg/knqAbbBbeX
 Website         : https://www.casaos.io
 Online Demo     : http://demo.casaos.io

 Uninstall       : casaos-uninstall

আর যদি ইন্সটল করার সময় কোন সমস্যা পেয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট সেকশনে আপনার সমস্যাটি একটি স্ক্রিনশট নিয়ে কমেন্ট করার অনুরোধ রইলো।

ইনস্টল সম্পূর্ণ মেসেজ যদি দিয়ে থাকে তাহলে আপনার ব্রাউজারে আপনার সার্ভার আইপিটি ইনপুট বা পেস্ট করে ওপেন করুন । তাহলে দেখতে পাবেন একটি ওয়েলকাম স্কিন সামনে আসবে (আর যদি প্যানেল ওপেন না হয় তাহলে অবশ্যই চেক করবেন আপনার সার্ভার এর Port ওপেন রয়েছে কিনা) ।

CasaOS Welcome Screen
CasaOS Welcome Screen

সেখানে নেক্সট এ ক্লিক করে আপনার এডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন, যে ইউজার নেম এবং পাসওয়ার্ডের সাহায্যে এই প্যানেলে লগইন করতে হবে।

CasaOS User Setup
CasaOS User Setup

এরপর go বাটনে ক্লিক করলে দেখতে পাবেন casa os install সম্পূর্ণ হয়েছে। এরপরে আপনি চাইলে মুভি থেকে গেমিং সার্ভার সবকিছু হোস্ট করতে পারবেন একটি জায়গা থেকে।

CasaOS Home Screen
CasaOS Home Screen

How to uninstall CasaOS?

এত সময় জানলেন কিভাবে casaOS ইন্সটল দিতে হয়। এখন আমি জানাবো কিভাবে আপনার সার্ভার থেকে সম্পূর্ণভাবে আনইন্সটল দিবেন। যেমন ইনস্টল করা সহজ তেমনি সার্ভার থেকে আনইন্সটল করা অনেক সহজ। মাত্র একটি কমান্ড এর মাধ্যমে চাইলে আপনি আনইন্সটল করতে পারবেন। আনইন্সটল করার কমান্ডটি হলঃ

sudo casaos-uninstall

এই কমান্ডটি দেওয়ার পরে নিচের মতো বক্স আসবে, সবগুলোতে Y লিখে ইন্টার চাপ দিবেন।

   _____                 ____   _____
  / ____|               / __ \ / ____|
 | |     __ _ ___  __ _| |  | | (___
 | |    / _` / __|/ _` | |  | |\___ \
 | |___| (_| \__ \ (_| | |__| |____) |
  \_____\__,_|___/\__,_|\____/|_____/

   --- Made by IceWhale with YOU ---

[  OK  ] This script will delete the containers you no longer use, and the CasaOS configuration files.
         Do you want delete all containers? Y/n :Y
         Do you want delete all images? Y/n :Y
         Do you want delete all AppData of CasaOS? Y/n :Y

এই প্রসেসটি কমপ্লিট করলে আপনার সার্ভার থেকে CasaOS সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে।

এর পরের আর্টিকেলে আমরা দেখাবো কিভাবে casaos nextcloud ইন্সটল এবং casaos apps সেটআপ করবেন সেটি দেখিয়ে দিব। এর জন্য আমাদের ওয়েবসাইটটি pin করে রাখতে ভুলবেন না।

এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

Disclaimer

The information in this article, sourced from Wikipedia and other online resources, is provided “as is”. Always cross-reference for validity. Read Our DMCA.

Categorized in:

Tutorial,

Last Update: নভেম্বর 25, 2023

Tagged in:

, ,